ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
সারাবাংলা ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:০১
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:০১
ঢাকা: বাংলা নিউজের সিনিয়র ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। শোয়েব স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তর দনিয়া মসজিদে তার জানাজার নামাজ হবে। এর পর তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। শোয়েব মিথুনের বাবা মজিবুর রহমান তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
শোয়েব মিথুনের মুত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন শোক জানিয়েছে। এক শোকবার্তায় তারা মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সারাবাংলা/পিটিএম