Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই

সারাবাংলা ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:০১

ঢাকা: বাংলা নিউজের সিনিয়র ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। শোয়েব স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।

রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তর দনিয়া মসজিদে তার জানাজার নামাজ হবে। এর পর তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। শোয়েব মিথুনের বাবা মজিবুর রহমান তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

শোয়েব মিথুনের মুত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন শোক জানিয়েছে। এক শোকবার্তায় তারা মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সারাবাংলা/পিটিএম

১০ শ্রমিকের মৃত্যু টপ নিউজ ফটোসাংবাদিক মৃত্যু শোয়েব মিথুন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর