Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাচাতো ভাইয়ের হাতে স্কুলছাত্র খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ২০:৫৯

বগুড়া: জেলার গাবতলী উপজেলায় মোবাশ্বের হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাচাতো ভাই নাবিল আহমেদকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রামবাসী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার নাড়ুয়ামালা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোবাশ্বের হোসেন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

জানা গেছে, মোবাশ্বির নিজ ঘরে শুয়ে ছিল। এ সময় চাচাতো ভাই নাবিল ঘরে ঢুকে দরজা বন্ধ করে তার মাথায় ব্যাট দিয়ে আঘাত করে। পরে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, ক্রিকেট খেলা নিয়ে মোবাশ্বির ও নাবিলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতক নাবিলকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

খুন বগুড়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর