রাশিয়া থেকে উ.কোরিয়ার সেনা প্রত্যাহারের দাবি দ.কোরিয়ার
২১ অক্টোবর ২০২৪ ২০:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫০
দক্ষিণ কোরিয়া রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে উত্তর কোরিয়ার সেনাদের ‘তাত্ক্ষণিক প্রত্যাহারের’ দাবি করেছে।
আজ সোমবার (২১ অক্টোবর) সিউলে রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভের সাথে বৈঠকে কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম হং-কিউন এই কথা বলেন।
সিউলের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ১,৫০০ জন উত্তর কোরিয়ার সৈন্য ইউক্রেনে যুদ্ধ করার জন্য ইতোমধ্যেই রাশিয়ায় পৌঁছেছে এবং সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জিনোভিয়েভ এই দাবি বিবেচনা করবেন বলে জানান। তবে রাশিয়াকে উত্তর কোরিয়ার সহযোগিতা আন্তর্জাতিক আইনের আওতায় বলেও দাবি করেছেন।
দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়াকে রাশিয়াকে ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে। বিশ্লেষকদের মতে, যদি উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে সেনা পাঠায়, তবে তা আন্তর্জাতিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে।
সারাবাংলা/এনজে