Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা চালককে হত্যা করে মাটিচাপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ২০:০৬

রাজশাহী: জেলায় অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ গ্রামের কলাইক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৬৫)। নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে তার বাড়ি।

হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রাতুল, ফিরোজ ও শুভ।

তিনি জানান, রোববার (২০ অক্টোবর) রাতে এই তিনজন অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে হত্যা করে মরদেহ পুঁতে রেখে তারা সিরাজুলের অটোরিকশা নিয়ে চলে যায়। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে তারা অটোরিকশাটি বিক্রি করতে গেলে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে।

তিনি আরও জানান, পরে ওই তিনজনের দেখানো স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। কলাই খেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছিলো।

নিহত সিরাজুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহিন আকতার।

সারাবাংলা/এনজে

ছিনতাই রাজশাহী হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর