সাগরে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু, চালক পলাতক
২১ অক্টোবর ২০২৪ ১৬:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৩
কক্সবাজার: সাগরে জেটস্কি থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেটস্কি চালক পলাতক রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত।
মৃত্যু হওয়া মোহাম্মদ আল মামুন হাওলাদার (৪৬) বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন।
সাইফুল্লাহ সিফাত জানান, কক্সবাজার ভ্রমণে আসা এক পর্যটক জেটস্কিতে চড়ে সাগরে আনন্দ উপভোগে নামেন। এক পর্যায়ে তিনি জেটস্কি থেকে পানিতে পড়ে যান। এ সময় জেটস্কি চালক নানাভাবে চেষ্টার পরও ওই পর্যটককে উদ্ধারে ব্যর্থ হন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসেন সাগরের জেটস্কি থেকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই জেটস্কি চালক পালিয়ে যান।
পর্যটকের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।
সারাবাংলা/এসডব্লিউআর