টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলির অভিষেক
স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৬
২১ অক্টোবর ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৬
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে জাকের আলির।
এই বছরে প্রথমবারের মতো মিরপুরে সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে শান্ত বলেছেন, শুষ্ক পিচে ব্যাটিংই নিতে চান তিনি, ‘আমি ব্যাটিংই নিতে চাই। এখানে চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ হবে না। এই মাঠে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আমরা এখানকার কন্ডিশন ভালোভাবেই জানি। মাঠে নামার জন্য মুখিয়ে আছে দল।’
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করামও বলেছেন, টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন, ‘আমরাও টসে জিতলে ব্যাটিং নিতাম। এখানে বেশ কয়েকদিন অনুশীলন করেছি। এখানে আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে।’
সারাবাংলা/এফএম