চাল আমদানিতে শুল্ক হ্রাস, কেজিতে দাম কমবে ১৪ টাকা
২০ অক্টোবর ২০২৪ ২৩:৫৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৩:১৮
ঢাকা: বাজার নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে রেগুলেটরি ডিউটি এবং আগাম করও প্রত্যাহার করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম কমবে ১৪ টাকা ৪০ পয়সা।
রোববার (২০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, দেশের আপামর জনগণের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
প্রজ্ঞাপনে বলা হয়, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ দফতর জানায়, চাল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি কমানোর ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম কমবে ১৪ টাকা ৪০ পয়সা।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম