ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু আরও ৬ জনের
২০ অক্টোবর ২০২৪ ২০:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৭
ঢাকা: দেশে চলতি বছরে একদিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে থেকে রোববার (২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ২৯৮ জন।
এ বছর একদিনে এত বেশি ডেঙ্গু রোগী আর কোনোদিন শনাক্ত হয়নি। এর আগে এ বছর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ২২৫ জন ডেঙ্গু আক্রান্তের তথ্য মিলেছিল গত ৬ অক্টোবর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৪৭ জন।
রোববার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে এ বছর ২০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেন ৪৯ হাজার ৮৮০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ, ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
অন্যদিকে চলতি বছর একই সময় পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৪৭ জন। এর মধ্যে ৫৩ শতাংশ নারী, ৪৭ শতাংশ পুরুষ। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ ৮৩২ জন, নারী ৪৬৬ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৭৭ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৭৩ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, খুলনা বিভাগে ১৪৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ৩৬ জন ও বরিশাল বিভাগে এই সংখ্যা ৮৩ জন। আর সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাবাংলা/এসবি/টিআর