Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৪ ১৮:৪১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই সঙ্গে এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও খালাস দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুল রাকিব এ আদেশ দেন।

এ দিন এ মামলার সাক্ষ্য নেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল। তবে আজসহ এর আগেও দীর্ঘ দিন ধরে এ মামলায় কোনো সাক্ষী না আসেননি। এ জন্য আসামিপক্ষ থেকে মামলাটি নিষ্পত্তির আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের মামলা থেকে খালাস দেন।

এর আগে ২০১৯ সালে লন্ডনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এ ঘটনায় ঢাকার আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে মানহানির অভিযোগ এনে মামলাটি করেছিলেন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

তারেক রহমান মানহানির মামলা মামলায় খালাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর