‘আ.লীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে’
১৯ অক্টোবর ২০২৪ ২০:৪০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৫
নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘আওয়ামী লীগের শাসন আমলে দেশের মানুষ ৫০ বছর পিছিয়েছে। জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা চুরি করতে করতে ভিক্ষুকের টাকা পর্যন্ত চুরি করেছে। ভিক্ষুকের টাকা চুরি করা আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। এখন তাদের নিষিদ্ধের আওয়াজ উঠেছে।’
শনিবার (১৯ অক্টোবার) বিকেলে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিএনপির জনগণের ভালবাসা ও কল্যাণের রাজনীতি করে। আগামী দিনে জনগণের শাসক নয়; সেবক হিসেবেই থাকতে চায় বিএনপি। জনগণ থেকে প্রত্যাখত আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে, তারা আগামী একশত বছরেও ঘুরে দাঁড়াতে পারবেনা।’
ইউনিয়ন বিএনপির আহব্বায়ক শাহ আলম চৌধুরী সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ূম সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর