Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত নির্বাচন চায় গণফোরাম

স্পেশাল করসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ২০:১১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৫

ঢাকা: সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চেয়েছে গণফোরাম। এছাড়া স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন ও সেখানে নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাজারে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে সংলাপে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর এ কথা জানিয়েছেন দলটির সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংবিধান, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা নিয়ে সংলাপে কথা বলেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

মোস্তফা মহাসীন মন্টু বলেন, ‘পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি এজেন্টরা বাংলাদেশকে ধ্বংস করার প্রক্রিয়ার মধ্যে আছে। এ থেকে উদ্ধারের জন্য আমাদের সবাইকে জাতীয়ভাবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া অবাধ, সুষ্ঠ নির্বাচনের জন্য সবাইকে একসাথে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ সরকার জনগণের সরকার। এ সরকারকে রক্ষার স্বার্থে অর্থাৎ আমাদের নিজেদের রক্ষার স্বার্থে ভবিষ্যতে সুষ্ঠ নির্বাচন করতে হবে।’

মন্টু আরও বলেন, ‘আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করবো। তিনি (প্রধান উপদেষ্টা) যেকোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাইবেন। আমরা যেটা উপলব্ধি করবো, সেটাই পরামর্শ দেবো। জনগণের জন্য দরজা খোলা আছে বলে প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন।’

তিনি বলেন, ‘পাচার হয়ে যাওয়া লাখো কোটি টাকা ফেরত আনতে হবে। দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় আছে। সেটা উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেটা কোনো দলীয় চিন্তা-চেতনা নয়, জাতীয় ঐকমত্যের চিন্তায় এগোতে হবে।’

বিজ্ঞাপন

নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘আমরা কোনো তারিখ উল্লেখ করিনি। বলেছি সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচন দেওয়ার জন্য। তবে সংস্কার শেষ না হলে সব আগের মতোই থাকবে। নির্বাচনের আগে থাকি রাম, নির্বাচনের পরে হই রাবণ। ওই ধরনের নির্বাচন কমিশন চাই না। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন চাই ‘

সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, দু-এক দিনের মধ্যে আলোচনা করে লিখিত আকারে দেবো।

আটটি দিবস বাতিল নিয়ে মোস্তফা মহসীন মন্টু বলেন, জাতীয় দিবস ছাড়া কোনো দিবসই রাখা উচিত নয়।

সংলাপ ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে গণফোরাম সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ‘বৈঠকে নির্বাচনব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, স্বাধীন নির্বাচন কমিশন সংস্কারসহ বেশ কিছু ব্যাপারে পরমার্শ দিয়েছি। সরকার সেটা ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।’ সরকার গঠিত কমিশনের বিষয়ে লিখিত প্রস্তাব কয়েক দিনের মধ্যে প্রধান উপদেষ্টার দফতরে দেওয়ার কথা জানান মিজানুর রহমান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু, কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মোশতাক আহমেদ ও সুরাইয়া বেগম।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই

গণফোরাম ড. কামাল হোসেন মোস্তফা মহাসীন মন্টু সংলাপে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর