Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনের অসহযোগিতায় ‘কঠিন হওয়ার’ ইঙ্গিত যুব ও ক্রীড়া উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১৯:৫৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ০০:২৩

চট্টগ্রাম ব্যুরো: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের মাঠ প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সরকারকে অসহযোগিতার মনোভাব আছে উল্লেখ করে ‘কঠিন হওয়ার’ ইঙ্গিত দিয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিভাগ ও জেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ বার্তা দিয়েছেন।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘টাস্কফোর্স বা ভোক্তা অধিকার- আপনারা কয়টা অভিযান পরিচালনা করেছেন, কী পরিমাণ কাজ করেছেন সে বিষয়ে কিন্তু আমি কিছুই পাইনি। আমাকে বাণিজ্য সচিব তিনদিনের টাস্কফোর্সের প্রতিবেদন পাঠিয়েছিলেন। আমি সেই প্রতিবেদনে একদিন চট্টগ্রামের নাম পেয়েছি, বাকি দুইদিন আপনাদের নামই নেই।’

‘৪০-৪৫টা জেলার মধ্যে টাস্কফোর্সের অভিযান চলেছে। কিন্তু চট্টগ্রামে তিনদিনের মধ্যে দুইদিনই আসলে কোনো অভিযান হয়নি। আমার মনে হয়, এই জায়গায় আপনাদের সদিচ্ছার ঘাটতি আছে কিংবা সরকারের প্রতি অসহযোগিতার একটা ব্যাপার আছে। এখনো আপনাদের অসহযোগিতার কারণে যে স্থবিরতা আছে, এটার জন্য গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আমাদের সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের হয়তো অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। একটা বিপ্লবের পরে কোনো কিছুই আর কাঠামোগতভাবে চলে না। আমরা সিস্টেমটা এখনো বজায় রেখেছি এবং আমরা প্রত্যাশা করি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে, আমরা সিস্টেম ভাঙবো। প্রয়োজনে নতুন নিয়োগ দিয়ে এই জায়গাগুলোতে নতুন লোকদের বসাবো।’

বিজ্ঞাপন

‘আপনারা এমন কিছু নিয়মনীতি গড়ে তুলেছেন যেগুলোর কারণে আপনাদের বিরুদ্ধে হাতও দেওয়া যায় না। আমরা কিন্তু ওসব নিয়মনীতির তোয়াক্কা করব না। নিয়মনীতি মেনে কিন্তু বাংলাদেশে অভ্যুত্থান হয়নি, সরকার পরিচালনায়ও কিন্তু নিয়মনীতি মেনে হবে না, যদি আপনারা সহযোগিতা না করেন।’

উপদেষ্টা আরও বলেন, ‘কেউ কেউ বলছেন যে সরকার থেকে নির্দেশনা নেই। কিন্তু সরকার থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং ভোক্তা অধিকারেরও একটা টাস্কফোর্স করা হয়েছে যাতে আপনারা ফিল্ডে কাজ করেন। ঢাকায় কিন্তু সেই কাজটা করা হচ্ছে, বাণিজ্য সচিব নিজে বাজারে গিয়ে মনিটরিং করছেন। কিন্তু চট্টগ্রামে সেই কাজটা হচ্ছে না।’

সভায় প্রাণিসম্পদ অধিদফতরসহ আরও কয়েকটি সরকারির দফতরের প্রতিনিধি উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বক্তব্য দেন।

এর আগে সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চট্টগ্রাম নগরীর জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম ও এম আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেন।

সারাবাংলা/আরডি/এসআর

অসন্তোষ চট্টগ্রাম প্রশাসন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর