ইবি’র সঙ্গে চীনের সমঝোতা স্মারক স্বাক্ষর
ইবি করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৬
১৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৮:৩৬
ইবি: একাডেমিক অগ্রগতি এবং বিজ্ঞান চর্চায় গতি আনার লক্ষ্যে চীনের ‘সাউথইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটি’ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ভিসি অফিস কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং সাউথইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. ওয়াং ওয়াইবিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়নে সহযোগিতা, যৌথ গবেষণা কর্মকান্ড, যৌথ একাডেমিক এবং বিজ্ঞান সংক্রান্ত কর্মসূচির আয়োাজন করা হবে।
সারাবাংলা/এইচআই