আখড়াবাড়িতে আজ ভাঙছে সাধুর হাট
১৯ অক্টোবর ২০২৪ ১৭:০২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৭:০৩
কুষ্টিয়া : ফকির লালন সাইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়া বাড়ির তিন দিনের অনুষ্ঠান শেষ হচ্ছে আজ। আগে শেষ হয়েছে সাধুসঙ্গ।
শনিবার (১৯ অক্টোবর) সাধুর হাট ভাঙবে। পূর্ণ সেবার মধ্যে দিয়ে শেষ হয় সাধু সঙ্গের আনুষ্ঠানিকতা। শুক্রবার শেষ হয়েছে সাধুসঙ্গ। সামনের দৌলপূর্ণিমায় মিলনের আকাঙ্খা নিয়ে লালনের আখড়া ছেড়েছেন বাউল সাধুরা।
এবারও দেশ বিদেশের হাজার হাজার লালন ভক্ত অনুসারির মিলন ঘটে সাঁইজির ধামে। একাডেমির পাশে কালি নদীর ধারে গ্রাম্য মেলা চলছে বেশ জোরেশোরে। শুধু বাউল নয় লাখ লাখ মানুষের সমাগম ঘটে লালন মেলায়।
বাউল ভক্তরা জানান, হৃদয়ের টানে প্রতি বছর এখানে ছুটে আসেন তারা। লালনের অহিংসার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারলেই কেবল সব আয়োজন সার্থক হবে বলে মনে করেন তারা।
সব লোকে কয় লালন কি জাত সংসারে, ফকির লালন কয় জাতের কিরূপ দেখলামনা এ সংসারে…ডুবলে পারে রতনপাবি, বাউল সাঁইজির এসব আধ্যাত্মিক গানের সুরে গত তিন দিন মজে ছিল ছেঁউড়িয়া আখড়াবাড়ি। ১৭ অক্টোবর সন্ধ্যায় তিরোধান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মরমি সাধক ফকির লালন সাঁইজি ১৮৯০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়া বাড়িতে দেহ সংবরণ করেন। এ দিনটিকে তিরোধান দিবস বলা হয়। ভক্ত-শিষ্যরা দিনটি পালন করে আসছে বছরের পর বছর ধরে।
সারাবাংলা/এসআর