খুলনায় বজ্রপাতে নারীর মৃত্যু
১৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৮
খুলনা: খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেওড়াতলা মৌজায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত লাকি উপজেলার লক্ষীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আহতরা হলেন, উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে চিংড়ির ঘেরে চরজন ব্যক্তি শেওলা বাছাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে লাকি খাতুন মারা যান। আহতদের পাইকগাছা উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।
সারাবাংলা/এমপি