গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৩
১৯ অক্টোবর ২০২৪ ১৪:২২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৮
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় শুক্রবার ( ১৮ অক্টোবর) থেকে শনিবার (১৯ অক্টোবর) রাতভর একটি শরণার্থী শিবিরে ৩৩ জন নিহত হয়েছে।
এএফপি খবরটি নিশ্চিত করেছেন।
এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘ হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং কয়েক ডজন আহত হয়েছে।’
এদিকে, আল-আওদা হাসপাতালের একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে, জাবালিয়ার তাল আল-জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, গতকাল রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় পরিবারগুলো নৃশংস পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। বাসস।
সারাবাংলা/এইচআই