জুলাই বিপ্লবের শহিদদের জাতি স্মরণে রাখবে: ধর্ম উপদেষ্টা
১৯ অক্টোবর ২০২৪ ১৩:২৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৮
ঢাকা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের শহিদেরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আত্মোৎসর্গ করেছেন। জুলাই বিপ্লবের এই শহিদদের জাতি স্মরণে রাখবে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে কক্সবাজারের চকোরিয়া উপজেলার আছদ আলী পাড়া গ্রামে জুলাই বিপ্লবের শহিদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন।
শহিদ আহসান হাবিবের পিতার উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনার ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন। এটি অত্যন্ত গর্বের। আমরা আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারব না। তবে সরকার সবসময় আপনার পাশে আছে।’ এসময় উপদেষ্টা আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহীদ আহসান হাবিবের পিতার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লব ফাউন্ডেশনের পক্ষ হতে এ বিপ্লবে শহিদ প্রত্যেকটি পরিবারকে ৩০ লাখ টাকা প্রদান করা হবে।’
পরে উপদেষ্টা জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তার পিতার হাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দুই লাখ টাকার চেক তুলে দেন।
পরে উপদেষ্টা শহীদ আহসান হাবিব ও ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব(উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ জেআর
সারাবাংলা/জেআর/এনজে