ভিসার টাকা ফেরত চাওয়ায় যুবক খুন
১৮ অক্টোবর ২০২৪ ১৮:১০ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৮:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে ভিসার টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে মনজুর আলম বাবুল (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নে এ হত্যাকাণ্ড ঘটে । এ ঘটনায় মো. সোহেল (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মনজুর আলম বাবুল (৩৫) ছনুয়া ইউনিয়নের আজিজুর রহমান পাড়ার বাসিন্দা। গ্রেফতার হওয়া মো. সোহেল (৩৩) একই এলাকার বাসিন্দা।
বাঁশখালী থানার অফিসার (ওসি) সাইফুল ইসলাম সারাবাংলাকে জানান, বাবুল বিদেশ যাওয়ার জন্য সোহেলকে টাকা দিয়ে ভিসা নেন। ওই ভিসায় কাতারে যান। কিন্তু সেখানে গিয়ে বাবুল বেশিদিন থাকতে পারেননি। দেশে ফিরে আসেন। দেশে এসে সোহেলের কাছে টাকা ফেরত চান। এ নিয়ে তাদের মধ্যে অনেকবার বাকবিতণ্ডা হয়। শুক্রবার সকালে বাবুল আবারও সোহেলের কাছে টাকা চাইলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সোহেল বাবুলকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় সোহেলও জখম হন। পরে স্থানীয়রা বাবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অভিযুক্ত সোহেলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
সারাবাংলা/আইসি/এসআর