মুন্সীগঞ্জে বজ্রপাতে ১ নারীর প্রাণহানি
১৮ অক্টোবর ২০২৪ ১৮:০৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩৮
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে হালিমা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার দুপুরে বসত বাড়ির অদূরে খোলা জায়গায় কাজ করছিলেন স্বামী-স্ত্রী দুজন। দুপুরে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হন তারা।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করে। আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ বলেন, ‘হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহতের স্বামী আবদুল হান্নানও আহত হয়েছেন তবে তিনি আশঙ্কা মুক্ত।’
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি।’
উল্লেখ্য, বজ্রপাতে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি ঘটে। ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে আখ্যায়িত করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।
সারাবাংলা/এসডব্লিউআর