স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী খুন
১৮ অক্টোবর ২০২৪ ১৮:২০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩৮
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামী।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে আহত স্ত্রী নাজমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার কামারখাড়া গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেন আনু তার স্ত্রী নাজমা বেগমকে দিয়ে বিভিন্ন এনজিও হতে টাকা উত্তোলন করান। এনজিওগুলো কিস্তির টাকা নিতে আসলে নাজমা বেগম তার স্বামীর কাছে টাকা চায়। এ সময় তিনি টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করে। এ নিয়ে নাজমা বেগম ও আনোয়ারের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগে ১৫ অক্টোবর রাতে কিস্তির টাকা নিয়ে নাজমা বেগমকে মারধর করেন আনোয়ার। পরে ১৬ অক্টোবর এ নিয়ে টঙ্গীবাড়ী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন নাজমা বেগম।
এ নিয়ে শুক্রবার ১৮ অক্টোবর দুপুর ১২ টার দিকে কিস্তির টাকা দেওয়ার কথা বলে কামারখাড়া কবরস্থানের সামনে স্ত্রী নাজমা বেগমকে ডেকে নেয় আনু। পরে স্ত্রী নাজমা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে কবরস্থানে রেখে চলে যান তিনি।
আহত নাজমা বেগমকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে নাজমা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই ব্যাপারে নিহতের সৎ ছেলে ইব্রাহিম বলেন, ‘দীর্ঘদিন ধরে কিস্তির টাকা নিয়ে মা-বাবার মধ্যে দ্বন্দ্ব চল। আমার বাবা নেশা করে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হলে সে বিভিন্ন ব্যাংক হতে নেওয়া কিস্তির টাকা পরিশোধ করতে পারছিল না। আমার মা কিস্তির টাকা চাইলে সে প্রায়ই তাকে মারধর করতো। এ নিয়ে সৎ মা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে আজ টাকা দেওয়ার কথা বলে নিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর যখম করলে আমরা তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।’
টঙ্গীবাড়ি থানার ইনচার্জ মো. মুহিদূল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি অবগত নই। খোঁজ নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এমপি