Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববাজারে সোনার দামের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৪ ১৫:৩৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ২০:২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স (২৮ দমমিক ৩৫ গ্রাম) সোনার দাম দুই হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ডলার ১২০ টাকা ধরে প্রতি আউন্স সোনার দাম পড়বে তিন লাখ ২৪ হাজার টাকা।

শুক্রবার (১৮ অক্টোবর) বৈশ্বিক বাজারে সোনার দাম নতুন এই রেকর্ড স্পর্শ করেছে। এর পেছনে মধ্যপ্রাচ্যে উত্তেজনাসহ বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতাকে কারণ মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

রয়টার্সের খবরে বলা হয়, গত ১৬ অক্টোবর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। এরপর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরেক দফা বেড়েছে। অন্যদিকে আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকছেন। মূলত এ জন্যই সোনার দাম আরেক দফায় বাড়ছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ছিল আউন্সপ্রতি দুই হাজার ৬৮৮ ডলার ৮৩ সেন্ট। শুক্রবার সকালে তা দুই হাজার ৭০৪ ডলার ৮৯ সেন্ট ছুঁয়েছে।

বিশ্বের বর্তমান পরিস্থিতিতে এবারই প্রথম সোনার দাম এতটা বেড়েছে। বিশ্বের অনেক দেশে যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা থেকে বিনিয়োগ নিরাপদ রাখতে অনেকেই সোনার দিকে ঝুঁকছেন।

এদিকে বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও বর্তমানে সোনার দাম বেশি। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। বিশ্ববাজারে শুক্রবার আউন্সপ্রতি সোনার যে দাম, সে হিসাবে অবশ্য প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম আসে এক লাখ ৩৩ হাজার ২৯৬ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই/টিআর

সোনার দাম

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর