Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগের নেতার ইসলামি আন্দোলনে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৪ ১৪:০৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৪:৩৯

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল বাশার কাজী আওয়ামী লীগ ছেড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তাকে ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা বরণ করে নেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল বাশার পেশায় একজন কাজী। তিনি চাপে পড়ে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলে। এখন তিনি স্বেচ্ছায় ইসলামি আন্দোলনে যোগদান করেছেন।

আওয়ামী লীগ নেতা আবুল বাশার কাজী বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলাম। কিন্তু কিছুই করতে পারিনি। অনেক নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মানুষ কয়দিন বাঁচেন। তাই চিন্তাভাবনা করে ইসলামি আন্দোলনে যোগদান করেছি।

সারাবাংলা/এমপি

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর