আদালত চত্বর থেকে পালানো আসামি গ্রেফতার, ৭ পুলিশকে অব্যাহতি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২১:২০
১৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২১:২০
খুলনা: খুলনায় আদালত চত্বর থেকে পালানোর তিন ঘন্টা পর চুরির মামলার আসামি হৃদয় সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাত পুলিশকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাসে করে বাগেরহাট পালানোর সময় কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে সে দৌড়ে পালিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার প্রসিকিউশন মনিরা সুলতানা বলেন, ‘চুরির মামলায় হৃদয় নামে ওই আসামি জেল হাজতে ছিলো। সকালে আদালতে আনার সময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) কৃপাসিন্দুসহ চার এএসআই ও দুই কনস্টবলকে অব্যাহতি দেয়া হয়েছে।’
সারাবাংলা/এসআর