Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি নিজাম হাজারী ও হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৭:৫৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৪৪

ঢাকা: ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তার স্ত্রী নূরজাহান বেগম এবং বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা ফেনীর সাবেক এমপি নিজাম হাজারী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। অপরদিকে ছেলেসহ হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ সহকারী পরিচালক আসাদুজ্জামান।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শুনানি করেন। শুনানি শেষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/এসআর

দুদক নিজাম হাজারী নিষেধাজ্ঞা সাবেক এমপি হাবিবুর রহমান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর