সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড়
সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৭:৩০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১১
১৭ অক্টোবর ২০২৪ ১৭:৩০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১১
ঢাকা: দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখাতে সয়য়াবিন ও পাম তেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা পৃথক দুটি আদেশে ভ্যাট কমানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হলো। অপর আদেশে বলা হয়েছে, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এসআর