Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৫:১৪

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তববায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সেমিনারের বিষয়বস্তু উপস্থাপন করেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সামিউল আজম।

সহকারী কমিশনার (নেজারত ও সংস্হাপন শাখা) সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা সহকারী কমিশনার এস.এম.আশিস মোমতাজ, সহকারী কমিশনার (উন্নয়ন প্রকল্প শাখা) আশফাকুর রহমান ও সহকারী কমিশনার (রেকর্ডরুম শাখা) নূরুল হুদা মনির।

সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫০ জন ভোক্তা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউআর

চুয়াডাঙ্গা সেমিনার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর