Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মব’ এর কাছে আত্মসমর্পণ করে সিদ্ধান্ত নেওয়া অগ্রহণযোগ্য’

স্পেশাল করেসপনডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৯:২৬

‘৪ নভেম্বর সাংবিধানিক দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার ঘোষণা মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী। এটি অগ্রহণযোগ্য ও নিন্দনীয় কোনো ‘মব’ এর কাছে আত্মসমর্পণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া অগ্রহণযোগ্য।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা সভাপতি মো: শাহআলম ও সাধারন সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে এই নেতারা বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামত ছাড়া গ্রহণ করছেন এবং অনেকে মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজের পরিধি সুনির্দিষ্ট করে কার্যক্রম পরিচালনার এবং বিচার বিভাগসহ সর্বত্র গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

সারাবাংলা/ এএইচএইচ/এসডব্লিউআর

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর