কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলপন্থি অধ্যাপক বরখাস্ত
১৭ অক্টোবর ২০২৪ ১৩:৪৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৪
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ইসরায়েল-পন্থী অধ্যাপক শাই ডেভিডাইকে ক্যাম্পাস থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একাধিকবার হয়রানি এবং ভীতি প্রদর্শনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কমিটি।
ডেভিডাই ২০১৯ সাল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তার সাময়িক নিষেধাজ্ঞা গত সপ্তাহে, ৭ অক্টোবরের এক স্মরণসভায় তার আচরণের সঙ্গে সম্পর্কিত।
৭ অক্টোবর ক্যাম্পাসে একটি স্মরণসভায় অংশ নেওয়ার সপ্তাহখানেক পর ডেভিডাইয়ের উপর এই অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই স্মরণসভার একটি ভিডিও তিনি অনলাইনে প্রকাশ করেছিলেন যেখানে তাকে বিশ্ববিদ্যালযয়ের একজন কর্মকর্তার সঙ্গে তাকে তর্কে জড়াতে দেখা যায়।
ডেভিডাইকে বরখাস্তের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘কেবলমাত্র ইহুদি ইসরায়েলি অধ্যাপককেই বরখাস্ত করা হয়েছে, অথচ যেখানে তিনি ক্যাম্পাসে সন্ত্রাসের সমর্থনের বিরুদ্ধে কথা বলেছেন।’
সারাবাংলা/ইআই/এনজে