Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১২:১৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৭

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে বিচারকাজ শুরু হয়।

জানা গেছে, প্রথমদিনে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার।

এছাড়া, ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এদিন ট্রাইব্যুনালে আসেন। তখন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর