Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেনস্কির ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪ ১১:৫৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দেশটির সংসদে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করেছেন, যা দেশটির অবস্থান শক্তিশালী করে যুদ্ধের ইতি টানার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সংসদে উপস্থাপিত পরিকল্পনায় রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে ইউক্রেনের যুদ্ধ কৌশলের চিত্র তুলে ধরা হয়। ইন্টারফ্যাক্স-ইউক্রেন নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কির মতে, এই পরিকল্পনা আগামী বছর যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হতে পারে। পাঁচ দফা এই পরিকল্পনায় ভূ-রাজনীতি, সামরিক, অর্থনীতি ও নিরাপত্তার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে ক্রেমলিন জেলেনস্কির এই পরিকল্পনাকে বাতিল করে জানায়, ‘কিয়েভকে বাস্তবতার মুখোমুখি হতে হবে।’

জেলেনস্কি তার বিজয় পরিকল্পনাটি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে উপস্থাপন করার ঘোষণা দেন।

জেলেনস্কির পরিকল্পনার পাঁচটি মূল বিষয় রয়েছে:

১. ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের যোগদানের আমন্ত্রণ।
২. ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহার করার অনুমতি
৩. ইউক্রেনের মাটিতে একটি অ-পরমাণু কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করে রাশিয়াকে নিয়ন্ত্রণ করা।
৪. ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক সম্ভাবনার যৌথ ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ সুরক্ষা প্রদান।
৫. যুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপজুড়ে মার্কিন সৈন্যদের স্থলে ইউক্রেনীয় সৈন্যদের নিয়োগ।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করেছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ইউক্রেন-রাশিয়া সংঘাত জেলেনস্কি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর