Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বৈরাচারী কোনো সরকার টিকে থাকতে পারে না: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ২১:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৪

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ‘স্বৈরাচারী কোনো সরকার টিকে থাকতে পারে না, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন তার প্রমাণ। তাই হাসিনার পালানোর পরও যেসব আওয়ামীলীগের কর্মীরা দেশে আছেন তারা দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ ছেড়ে দিন।’

এসময় তিনি আরো বলেন, ‘দেশের জনগন চায় দ্রুত নির্বাচন, কারণ দেশের জনগন দীর্ঘ ১৬ বছর ধরে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তাই দেশের জনগন অন্তর্বর্তীকালীন সরকারে কাছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়।’

বিজ্ঞাপন

তিনি বুধবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সালেহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কামরুল পাঠান, ইলিয়াস ভূঁইয়া, কবির ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, মোকারম ভূঁইয়া, জাহিদুল কবির ভূঁইয়া, আওলাদ হোসেন মোল্লা, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সারাবাংলা/এইচআই

খোকন বিএনপির আহ্বায়ক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর