Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইগ্রেশনে জটিলতা, ঢাবিতে ফাঁকা শতাধিক আসন

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৪ ১২:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরবর্তী শতাধিক সিট ফাঁকা থাকলেও ম্যানুয়েল মাইগ্রেশন হচ্ছে না বলে অভিযোগ করেছেন একদল শিক্ষার্থী। এ বিষয়ে সমাধান চেয়ে বিভিন্ন বিভাগ, ডিন অফিস, উপ-উপাচার্য ও উপাচার্যসহ কেন্দ্রীয় ভর্তি অফিসে যোগাযোগও করেছেন তারা। কিন্তু কেউ-ই কোনো সমাধান দিতে পারেনি।

ঢাবির বিভিন্ন বিভাগ সুত্রে জানা গেছে, সামাজিক বিজ্ঞান অনুষদে ২০টি, কলা অনুষদে ৭০টি, বিজ্ঞান অনুষদে ৮টি ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে কমপক্ষে ১৩টি সিট ফাঁকা আছে। অথচ, ঢাবি ভর্তি অফিস এক বিজ্ঞপ্তিতে ৭০টি ফাঁকা সিটের তালিকা প্রকাশ করেছে। বাকি সিটগুলোর তালিকা কখন প্রকাশ করা হবে তাও জানাতে পারেনি কেউ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান ফাহিম সারাবাংলাকে বলেন, ‘অনেকগুলো বিভাগে সিট ফাঁকা আছে জানার পর আমরা ওইসব বিভাগের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও জানিয়েছেন, ভর্তি অফিসে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু মাইগ্রেশনের নির্দেশ এখনো আসেনি।’

তিনি বলেন, ‘পরে মাইগ্রেশনের তারিখ জানতে বিভিন্ন ডিনের কাছে গিয়েছি। তখন তারা ভর্তি অফিসে পাঠান। ভর্তি অফিস অফিসে গেলে তারা উপ-উপাচার্যের (শিক্ষা) কাছে পাঠান। সেখানে বলা হয় তারা জানেন না। সর্বশেষ ভিসির কাছে গেলেও কোনো সুরাহা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এমনকি আমাদের কেউ কেউ তাড়িয়ে দিচ্ছে। আর ভর্তি অফিস বলছে, পাঁচটার নিচে সিট ফাঁকা থাকলে সেগুলোর মাইগ্রেশন হবে না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের তালিকা অনুযায়ী সাধারণ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর যেসব বিভাগে একটা সিটও ফাঁকা ছিল সেগুলোর জন্য পরবর্তী মাইগ্রেশনের নির্দেশ দেওয়া হয়েছিল।

সিট ফাঁকা আছে কি না?- জানতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে সারাবাংলাকে তিনি জানান, ডিন’স মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্তের কথা জানানি তিনি।

কলা অনুষদের ডিন ড. মো. সিদ্দিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমি নির্দিষ্ট করে জানি না। এ বছর ভর্তি প্রক্রিয়া সামাজিক বিজ্ঞান অনুষদ দেখেছে। আর সিট ফাঁকা থাকলে মানুয়্যাল মাইগ্রেশন হবে।‘

মাইগ্রেশনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না?- জানতে চাইলে ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সারাবাংলাকে বলেন, ‘আমরা এরই মধ্যে বিষয়টি নিয়ে ডিন’স কমিটির মিটিংয়ে দু’বার আলোচনা করেছি। সেখানে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। একটা নির্দিষ্ট সংখ্যক সিট না থাকলে ম্যানুয়েল মাইগ্রেশন হবে না। তবে, এর আগে যেহেতু কোনো নিয়ম ছিল না, সেহেতু বিষয়টি আবার দেখব।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ফাঁকা ম্যানুয়েল মাইগ্রেশন সিট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর