বেনাপোলে শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক
লোকাল করেসেপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ২০:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৪
১৬ অক্টোবর ২০২৪ ২০:২৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৪
বেনাপোল: ভারতে পালিয়ে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলার পাবলিক প্রসিউকেটর চন্দ্রপাল’কে আটক করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ইমিগ্রেশন পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাকে আটক করে। জানা গেছে, পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে তিনি ভারতে যাচ্ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ বলেন, ‘চন্দ্রপালের পাসপোর্ট নিয়ে আমরা যাচাই-বাছাই করেছি। পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, শেরপুর সদর থানায় তার নামে মামলা আছে। তখন তাকে আমরা আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছি।’
সারাবাংলা/পিটিএম