রাজশাহীতে পরিবহন মালিকদের মানববন্ধনে হামলা
১৬ অক্টোবর ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৫৪
রাজশাহী: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগের দাবিতে করা মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে। হামলায় চারজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, বাস মালিক সমিতির কর্মচারি আমিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন। আরেকজনের নাম জানা যায়নি।
সড়ক পরিবহন গ্রুপের বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করছিলেন শ্রমিক দলের নেতা গৌতম মোহন চৌধুরী রাকেশ গ্রুপের কিছু শ্রমিক। মানববন্ধন শেষে তাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। মানববন্ধন চলাকালে কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, ‘সড়ক পরিবহন গ্রুপে বর্তমানে যে কমিটি রয়েছে সেটা পুরোটাই আওয়ামী পন্থী। তারা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে। আমরা এ কমিটি চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। এর আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ চাই। এ দাবিতে আমরা কর্মসূচি পালন করতে গেলে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়।’
সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ‘আমরা জেলা প্রশাসকের সাথে দেখা করতে গিয়েছিলাম। বর্তমান কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি পদত্যাগ করায় আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। তারা আগে আমাদের ওপর হামলা করেছে।’
আরএমপির রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, সড়ক পরিবহণের দুই গ্রুপের মারামারির খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনোপক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর