বাঁশখালীতে সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিশুসহ নিহত ২
১৬ অক্টোবর ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাণীগ্রাম বাইন্যা দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- মো. ওয়াসিফ (১৮) ও রশ্মি বড়ুয়া (৩)। তাদের দু’জনেরই বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।
অন্যদিকে আহত তিন জন হলেন- নিহত রশ্মির মা প্রিয়ন্তি বড়ুয়া (২১), গোলাম কুদ্দুস (৬৮) ও সিএনজিচালিত অটোরিকশা চালক মো. জাবের (১৯)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী এক তরুণ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও চার জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়। ট্রাকটি আমরা আটক করেছি। কিন্তু চালক পালিয়ে গেছে।‘
তিনি আরও বলেন, ‘অটোরিকশাটি মহেশখালী থেকে যাত্রী নিয়ে আসছিল। অন্যদিকে, গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটি চট্টগ্রাম থেকে আসছিল বলে আমরা জানতে পেরেছি।’
সারাবাংলা/আইসি/পিটিএম