Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৬ দিন সমুদ্রে ভেসে বেঁচে ফিরলেন রুশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪ ১৬:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০৪

রুশ নাগরিক মিখাইল পিচুগিন ৬৬ দিন ধরে বরফঘেরা সমুদ্রে একটি রাবারের নৌকায় ভেসে থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। এই ভয়াবহ যাত্রায় প্রাণ হারিয়েছেন তার ভাই এবং ভাতিজা।

৯ আগস্ট রাশিয়ার খাবারোভস্ক অঞ্চল থেকে তারা সাখালিন দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মাত্র দুই সপ্তাহের খাদ্য ও পানি সঙ্গে নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন তারা।

গত সোমবার (১৪ অক্টোবর) একটি মাছ ধরার নৌকা তাদের নৌকাটিকে ওখোতস্ক সাগরে খুঁজে পায়, যা তাদের যাত্রাস্থান থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে ভেসে যাচ্ছিল।

উদ্ধারকারীরা জানায়, মিখাইল পিচুগিনকে লাইফজ্যাকেট পরা অবস্থায় পাওয়া যায়। তার ভাই সের্গেই (৪৯) এবং ভাতিজা ইলিয়া (১৫) মারা গিয়েছিলেন এবং তাদের দেহ নৌকাতেই ছিল।

রিয়া নভোস্তি সংবাদ সংস্থা মিখাইলের খবর সর্বপ্রথম প্রকাশ করেছে।

পিচুগিনের স্ত্রী একাতেরিনা জানান, তার স্বামীর অতিরিক্ত ওজন (১০০ কেজি) হয়তো তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। উদ্ধারকালে তার ওজন অর্ধেকে নেমে এসেছে বলে গণমাধ্যম জানায়।

ম্যাগাডান শহর হাসপাতালের প্রধান ডাক্তার ইউরি লেডনেভ রিয়া নভোস্তিকে বলেন, ‘মিখাইল সম্ভবত হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। কিন্তু তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।’

সারাবাংলা/এনজে

নিখোঁজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর