Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১৪:৫২

দিনাজপুর: জেলার হাকিমপুর থানা পুলিশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন হোসেন (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন উপজেলার বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা জানান, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে রিপন পলাতক ছিল। গতকাল মঙ্গলবার গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হাকিমপুর থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালালে আসামী রিপনকে গ্রেপ্তার করে। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

আসামি দিনাজপুর যাবজ্জীবন সাজা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর