Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘেরাও কর্মসূচি: মিছিল নিয়ে হাইকোর্টে প্রাঙ্গণে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৪ ১২:০৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:০১

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল নিয়ে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাইকোর্ট মাজার গেট দিয়ে মিছিল শ্লোগানে শ্লোগানে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে, অনেকে জড়ো হচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে।

এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারক’ উল্লেখ করে তাদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

মঙ্গলবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে দিয়ে এই কর্মসূচির ডাক দেন তারা। ফেসবুক পোস্টে তারা লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’

সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবীতে সাধারণ আইনজীবীদের ব্যানারে কয়েকদিন বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজও আইনজীবী সমিতি ভবনের সামনে শ্লোগান বিক্ষোভ চলছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

ঘেরাও কর্মসূচি শিক্ষার্থী সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর