ভারত থেকে দেশে এলো ৬৩৯ টন কাঁচামরিচ
১৫ অক্টোবর ২০২৪ ২৩:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩৪
বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত দুই দিনে ৬৩৯ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। আমদানিতে প্রতি কেজি কাঁচামরিচের খরচ পড়েছে শুল্কসহ ৯৬ টাকা। এর প্রভাবে দেশে কাঁচামরিচের দাম কমতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে বেনাপোল বন্দর এলাকায় কাঁচামরিচের চালান খালাস হতে দেখা গেছে। বন্দর কর্মকর্তারা বলছেন, গতকাল সোমবার (১৪ অক্টোবর) থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে, যা আজও (মঙ্গলবার) অব্যাহত রয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল পাঁচ দিন। সোমবার আমদানি-রফতানি শুরু হলে ২৮টি আমদানিকারক প্রতিষ্ঠান দুই দিনে তিন কোটি ১৭ লাখ টাকার কাঁচামরিচ আমদানি করেছে।
ব্যসায়ীরা বলছেন, প্রতি টন কাঁচামরিচের আমদানি মূল্য পড়েছে ৬০ হাজার টাকা, শুল্ক কর ৩৬ হাজার টাকা। সে হিসাবে প্রতি টন কাঁচামরিচের দাম পড়েছে ৯৬ হাজার টাকা, প্রতি কেজি ৯৬ টাকা।
বন্দরের কর্মকর্তারা জানান, সোমবার থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত ভারতীয় ৬৪টি ট্রাকে করে কাঁচামরিচ এ বন্দর দিয়ে আমদানি করেছেন ব্যবসায়ীরা। শুল্ক ও কর পরিশোধ করে এসব ট্রাকের কাঁচামারিচ খালাসও করে নেওয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির বলেন, দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ৬৩৯ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। কাঁচামরিচ উচ্চ পচনশীল হওয়ায় চালানগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/টিআর