স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে ডা. আবু জাফর
১৫ অক্টোবর ২০২৪ ১৮:৩৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ২৩:১৯
ঢাকা: অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এদিকে, একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে (পার-১) বদলি করা হয়েছে। পরবর্তী উপযুক্ত পদায়নের জন্য তাকে এই শাখায় ন্যস্ত করা হলো বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
সারাবাংলা/এসবি/পিটিএম