বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেফতার
১৫ অক্টোবর ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৭:৪৪
ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় ওবায়েদুল হক নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় সৈয়দ আলমাস কবীর ছাড়াও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনরে নেতাকর্মী অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলাটির ৮ নম্বর আসামি সৈয়দ আলমাস কবীর। মামলায় আলমাস কবীরকে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগী ও অর্থযোগানদাতা বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আমি হতবাক আমি বিস্মিত। আমার নামে দুইটা এবং আমাদের দুইজন কলিগের নামে ইতোমধ্যে একটা সিমিলার মামলা করা হয়েছে। আমরা চেষ্টা করছিলাম আইনগত ভাবেই এইসব মিথ্যা মামলা মোকাবিলা করতে। তবে আলমাস ভাইয়ের নামে মামলা হয়েছে এটাই আমার জানা ছিল না। লাস্ট যেদিন ওনার সঙ্গে আমার কথা হয়েছে, সেদিন ও উনি আমাকে এমন কিছু বলেননি।
তিনি বলেন, আজ নিউজে একটি হত্যা মামলায় আলমাস কবীর গ্রেফতার কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা না। বিভিন্ন মামলায় আমাদের পরিচয় উল্লেখ করা হয়েছে বেসিস সভাপতি এবং পরিচালক হিসেবে। একইভাবে আলমাস ভাইয়ের পরিচয় উল্লেখ করা হয়েছে সাবেক সভাপতি বেসিস। এটা স্পষ্ট যে, এইসব মিথ্যা মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসিস নেতৃত্বকে হয়রানি এবং হেয় করার জন্যই করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
এদিকে আলমাস কবীরকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাইনুল ইসলাম।
সারাবাংলা/ইএইচটি/ইআ