বড়াইগ্রামে চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই
১৫ অক্টোবর ২০২৪ ১৪:৩৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৪:৩৫
নাটোর : জেলার বড়াইগ্রামে মো. সমসের আলী (৪৫) নামে এক চালককে ছুরিকাঘাতে আহত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর মাখনপাড়া স্থানে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ভ্যানচালক সমসের আলী জেলার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর ভাটুপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে।
আহত ভ্যানচালকের পরিবার জানায়, সমসের আলী প্রতিদিনের মতো ভ্যান নিয়ে রাস্তায় বের হন। রাতে বনপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত ব্যক্তি যাত্রী বেশে ভ্যানে উঠে। কিছুদূর যাওয়ার পর ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায় ভ্যানসহ চালককে। এরপর চালকের কাছে ভ্যানের চাবি চাইলে সে দূরে ছুঁড়ে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে সমসের আলীর পেটে ছুরিকাঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশি দুর্বৃত্তরা। স্থানীয়রা ভ্যানচালকের কান্নার শব্দ পেয়ে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়। অবস্থার অবনতিতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘জড়িত অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।’
সারাবাংলা/এসআর