Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিলিফ ট্রেনে হাতিটিকে নেওয়া হলো সাফারি পার্কের হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৩:৩৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২১:০৮

চট্টগ্রাম ব্যুরো : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটির উন্নত চিকিৎসা শুরু হয়েছে। হাতিটির প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে বলে বন বিভাগ জানিয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম নগরী থেকে লোহাগাড়া উপজেলায় ঘটনাস্থলে যায় একটি রিলিফ ট্রেন। ক্রেন দিয়ে আহত হাতিটিকে ট্রেনে তুলে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়ায় ডুলাহাজরা শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘সাফারি পার্কে একটি স্বয়ংসম্পূর্ণ ভেটেরিনারি হাসপাতাল আছে। সেখানে হাতির চিকিৎসার জন্য আলাদা শেডও আছে। সেখানে আহত হাতিটির চিকিৎসা চলবে। মাননীয় উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন হাতিটির সর্বোচ্চ সুচিকিৎসার বিষয়ে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটিকে বাঁচানোর এবং সুস্থ করে তোলার।’

রোববার (১৩ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার সংরক্ষিত চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের উত্তরে দোহাজারি-কক্সবাজার রেললাইনে চট্টগ্রামমুখী ট্রেনের ধাক্কায় হাতিটি গুরুতর আহত হয়।

হাতিটির পেছনের ডান পা ভেঙ্গে গেছে, মাথায় এবং মেরুদণ্ডে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই বন বিভাগের কর্মকর্তারা সেখানে যান। ডুলাহাজরা সাফারি পার্ক থেকে চিকিৎসক এনে ব্যাথানাশক ইনজেকশন ও বিভিন্ন ওষুধ খাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোমবার রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে হাতিটির উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি টিম গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বন বিভাগের ভাষ্য, রেললাইনের যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেটি হাতি পারাপারের স্থান। সংলগ্ন পুরো এলাকা হাতির বিচরণক্ষেত্র।

দলবেঁধে ওই এলাকায় বিচরণের সময় ৮ থেকে ১০ বছর বয়সী হাতিটি দলছুট হয়ে রেললাইনের ওপর এসে পড়ে এবং ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়।

সারাবাংলা/আরডি/এমপি

হাতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর