দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
১৫ অক্টোবর ২০২৪ ১২:২৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৩:৫৯
রংপুর: ২০২৪ উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৭৭.৫৬ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। তবে পাসের হার ও সর্বোচ্চ ফলাফল অর্জনে মেয়েদের সাফল্য ছিল লক্ষণীয়।
এছাড়া, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ২৯৫ জন জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ৮ হাজার ১১০ জন ছাত্রী, ৬ হাজার ১৮৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।
বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১৩ হাজার ৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৮৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেশি। মেয়েদের পাসের হার ৮১.০১ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৭৩.৯৭ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষাবোর্ড, দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স.ম আব্দুস সামাদ আজাদ জানান, মেয়েদের সাফল্য বাড়ছে, যা শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রগতি ও পরিবারের সচেতনতার প্রতিফলন।
এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ হাজার ২৯৫ জন জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে ৮ হাজার ১১০ জন ছাত্রী, ৬ হাজার ১৮৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।
সারাবাংলা/ইআ