Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমাণবিক চুল্লি তৈরিতে স্টার্টআপের সঙ্গে গুগলের চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪ ১২:১৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৭

গুগল সম্প্রতি ‘কাইরোস পাওয়ার’ নামক স্টার্টআপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ছোট পারমাণবিক চুল্লির সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এয়াই) পদ্ধতিগুলোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে ।

সোমবার (১৪ অক্টোবর) ক্যালিফোর্নিয়া ভিত্তিক টেক জায়ান্ট গুগল ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সাতটি ছোট পারমাণবিক চুল্লি নির্মাণে সমর্থন দেয়।

কাইরোস পাওয়ার ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর লক্ষ্য হলো পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন করা।

এই চুক্তির আওতায় কাইরোস পাওয়ার ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাতটি ছোট পারমাণবিক চুল্লি নির্মাণ করবে, যা গুগলের ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা মেটাবে ।

প্রথম চুল্লিটি ২০৩০ সালের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে এবং বাকি চুল্লিগুলো ২০৩৫ সালের মধ্যে স্থাপন করা হবে ।

গুগলের পরিচালক মাইকেল টেরেল বলেন, ‘গ্রিডের নতুন বিদ্যুৎ উৎস প্রয়োজন কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য, যা বৈজ্ঞানিক উন্নয়ন, ব্যবসা এবং গ্রাহক সেবাকে আরও উন্নত করতে সহায়ক হবে।’

গত সেপ্টেম্বরে মাইক্রোসফট একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ডে একটি বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে, যা আগামী ২০ বছর ধরে বিদ্যুৎ সরবরাহ করবে। অন্যদিকে, অ্যামাজন পেনসিলভানিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্যও একটি বড় ডেটা সেন্টার কেনার চুক্তি করেছে।

সারাবাংলা/এনজে

কৃত্তিম বুদ্ধিমত্তা গুগল পারমাণবিক চুল্লি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর