Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১১:৪৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:১৭

গোপালগঞ্জ: ফরিদপুর-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৭ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে কোতোয়ালি থানার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহণের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সকলে খাগড়াছড়ি পরিবহণের যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি।

সারাবাংলা/ইআ

দুই বাসের সংঘর্ষ ফরিদপুর

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর