ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২১
১৫ অক্টোবর ২০২৪ ১০:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩৫
লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) আইতু নামের খ্রিস্টান প্রধান গ্রামে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। কিন্তু জায়গাটি সাধারণত ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তু নয় বলে জানায় গ্রামবাসীরা।
গ্রামবাসীরা জানান, কিছুদিন আগে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত কয়েকটি পরিবার আইতুতে এসে আশ্রয় নিয়েছিল, এবং হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িটি দুই সপ্তাহ আগে নতুন ভাড়াটেদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।
লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনস্থল থেকে উদ্ধার হওয়া দেহের অঙ্গ-প্রত্যঙ্গের পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে, তিনি লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাবেন, যার মধ্যে বৈরুতও অন্তর্ভুক্ত থাকবে ।
সারাবাংলা/এনজে