Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ২১:০৮

ঢাকা : রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে সানাম আক্তার প্রিয়া (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪অক্টোবর) বিকাল ৪টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও শাহি মসজিদের পাশের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সানাম আক্তার প্রিয়া মাগুড়া সদর উপজেলার চাঁদপুর গ্রামের মান্নু বিশ্বাস চুন্নুর মেয়ে।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বাসায় গলা কাটা অবস্থায় পাওয়া যায় তাকে। তিনি বাসায় একাই থাকতেন। ধারণা করা হচ্ছে ওই নারীর পূর্ব পরিচিত কেউ তাকে গলা কেটে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

গলাকাটা মরদেহ রাজধানীর সবুজবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর