শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু
১৪ অক্টোবর ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩১
মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘী ইউনিয়নের কয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাগজিনগর এলাকার বাবু কাজীর মেয়ে আনহা আক্তার (৭) এবং একই ইউনিয়নের খরসাতাই এলাকার রফিক সরদারের মেয়ে স্নেহা আক্তার(৭)।
নিহত দুই শিশু কয়রা গ্রামের মাদরাসাতুল ওহি-আল ইসলামিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কয়রা এলাকার রাস্তার পাশের একটি ডোবায় ফুটে থাকা শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় স্নেহা ও আনহা আক্তার। পরে আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/ইআ