Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, ৪ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩১

রবিবার (১৩ অক্টোবর) রাতে হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় ইসরায়েলের হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন বার্তা সংস্থা এএফপির তথ্যমতে।

এই হামলায় পুরনো প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ। যার ফলে ইসরায়েলের সব ধরনের রাডার ও অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয় এই ড্রোনগুলো।

হামলাটি গত এক বছরের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর অন্যতম বড় ধরণের  পাল্টা আক্রমণ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসরায়েলি হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে ২২ জন নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

হামাস পরিচালিত কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর ওই আক্রমণে একটি স্কুলে আশ্রয় নেওয়া ২২ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এই ঘটনায় গাজার পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।

সারাবাংলা/এনজে

ইসরায়েল হিজবুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর